Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে উপনির্বাচন আ.লীগের মনোনয়ন পেতে ৭ প্রার্থীর দৌড়ঝাঁপ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আসন্ন উপনির্বাচনে অংশ নিতে এ পর্যন্ত ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আ.লীগের দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাপ করছেন ৭ প্রার্থী। গত ৩১ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হলে আসনটি শূন্য হয়। গত ৫ ফেব্রæয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেন। এ পর্যন্ত ৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন- জাপা মনোনীত ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মোস্তফা মহসিন সরদার, পৌর মেয়র আবদুল্লাহ আল মামুন, সাবেক এমপি ওয়াহেদুজ্জামান সরকার বাদশা। এদের মধ্যে মোস্তফা মহসিন স্বতন্ত্র প্রার্থী। আব্দুল্লাহ আল মামুন আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। সাবেক এমপি ওয়াহেদুজ্জামান সরকার বাদশা জেপির মনোনয়ন প্রত্যাশী। আ’লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ করছেন ৭ জন। এরা হলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, এমপি লিটনের স্ত্রী জেলা মহিলা আ.লীগের যুগ্ন আহŸায়ক সৈয়দা খুরশিদ জাহান হক স্মৃতি, এমপি লিটনের বড় বোন আফরোজা বারী, জেলা আ.লীগের সহ-সভাপতি মাসুদা খাজা, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপাধ্যক্ষ আব্দুল হান্নান সরকার ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা বেগম কাকলী। এরা সকলেই কয়েকদিন থেকেই ঢাকায় অবস্থান করছেন। এলাকাবাসীর দৃষ্টিতে কে হচ্ছেন প্রয়াত এমপি লিটনের উত্তরসূরী এনিয়ে এলাকায় জল্পনা-কল্পনা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ