Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাঁজা সেবনের অভিযোগে আ.লীগ নেতার অর্থদন্ড

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামকে গাঁজা সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় রাণীহাটি বাজার এলাকার আমিনুল ইসলামের নিজস্ব অফিস কক্ষ থেকে গাঁজা সেবন করার সময় র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা রুবেলকেও আটক করা হয়। রাতে তাদের দু’জনকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম ও রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে অর্থদÐ প্রদান করেন। উল্লেখ্য, নয়ালাভাঙা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি রাণীহাটি গ্রামের মৃত মুনসুর রহমানের ছেলে।
বর ও কনের মায়ের কারাদÐ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দামুদিয়াড় এলাকায় বাল্য বিয়ের দায়ে বর ও কনের মায়ের ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী জানান, বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধ্যায় দামুদিয়াড় গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের জিন্নুর রহমানের স্ত্রী, বরের মা মোসা. সমিজা বেগম ও রবিউল ইসলাম রবুর স্ত্রী, কনের মা বেবি বেগমকে বাল্য বিবাহ নিরোধ ১৯২৯ আইনের তাদের দু’জনের সাত দিনের জেল দেয়া হয়। তিনি আরও জানান, পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর মানিক আলী (২৯), কনে ৭ম শ্রেণির মাদ্রাসা পড়–য়া ছাত্রী মোসা. কারিমা খাতুন (১২)সহ বর ও বরের বাবা-কনে ও কনের বাবা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ