রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহেদ পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, পরিষদের ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, তপন কুন্ডু, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল বাছেদ, প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, আবু আব্দুল্লাহ প্রিন্স, সাংবাদিক এম সরওয়ার খান, বে-সরকারি সংস্থা সোভা’র নির্বাহী পরিচালক আনোয়ার-উল-আজাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধি পুলক চন্দ্র কর্মকার, ইউনিয়ন চেয়ারম্যানদের পক্ষে শাহ্ মোহাম্মদ আব্দুল খালেক সহ প্রমুখ।
কাঠের গুলে চাপা পড়ে মৃত্যু
দুপচাঁচিয়া উপজেলার আশুঞ্জা গ্রামে গত রোববার কাঠের গুলে চাপা পড়ে আহত কাঠ ব্যবসায়ী আনছার আলী (৩৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। জানা গেছে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আশুঞ্জা গ্রামের ইউসুফ আলীর পুত্র কাঠ ব্যবসায়ী আনছার আলী ঘটনার দিন বাড়ীর পাশের্^ ইউকেলেকটর গাছ ক্রয় করে তা কর্তন করে। পরে কর্তনকৃত গাছের গুল করে তা কাঁধে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পা পিছলে গেলে কাঠের গুলে চাপা পড়ে। এ সময় সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে ভর্তি করলে রোববার সন্ধ্যায় সে মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।