Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নকল করতে না দেয়ায় শিক্ষকের ওপর হামলা

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : নকল করতে বাঁধা ও পরীক্ষার খাতা নিয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও শিক্ষকদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। ঘটনাটি ঘটেছে বানারীপাড়ায় ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট স্কুল কেন্দ্রে। গত রোববার ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট স্কুল কেন্দ্রের ৪ নং কক্ষে সাধারণ গণিত পরীক্ষায় নকল করতে না দেয়ায় এই হামলার ঘটনা ঘটে। পরীক্ষায় নকল করার অভিযোগে একাধিক শিক্ষার্থীর খাতা নিয়ে যাওয়া হয়। পরীক্ষা শেষে খাতা (উত্তর পত্র) অফিফ কক্ষে নেয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকরা দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলা রাণীর কাছ থেকে পরীক্ষার খাতা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায় অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ইট পাটকেল নিক্ষেপ করে। শিক্ষার্থীদের সঙ্গে মহিলা অভিভাবকরাও হামলায় অংশ নেয়। খবর পেয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন, মোস্তাফিজুর রহমান, কাজল চন্দ্র মজুমদার ও সহকারী উপ-পরিদর্শক রাজু আহাম্মেদ’র নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম আহত শিক্ষকের সাথে দেখা করেছেন। এ ব্যপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ