Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কার্পেটিং ওঠা গর্তে ভরা সড়কে চলাচলে বাড়ছে জনদুর্ভোগ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মো. গোলাম ফারুক দুপচাঁচিয়া (বগুড়া) থেকে : দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া-তালোড়া সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিংয়ের পাথরসহ পিচ উঠে ছোট ছোট গর্ত সৃষ্টি হয়েছে। ফলে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে বিঘœ ঘটছে সেইসাথে জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে ৭ কিলোমিটার দক্ষিণে বন্দর নগর তালোড়া পৌরসভায় অবস্থিত। দুপচাঁচিয়া-তালোড়া ভায়া কুন্দ্রগ্রাম হয়ে নওগাঁর রানীনগর ও আরেকটি সড়ক তালোড়া থেকে রেললাইনের পাশ দিয়ে আলতাফনগর হয়ে নরশৎপুর হয়ে আদমদীঘি উপজেলায় মিশেছে। তাই দুপচাঁচিয়া উপজেলা সদরের সাথে যোগাযোগের এই সড়কটিগুলোর গুরুত্ব অনেক বেশি। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন যানবাহন যাতায়াতসহ শত শত লোক চলাচল করে। এছাড়াও শস্য ভাÐার হিসেবে পরিচিত তালোড়া এলাকার বিভিন্ন শস্য নিয়ে বিভিন্ন যানবাহনও চলাচল করে থাকে। বন্দর নগর তালোড়ায় সরকারি খাদ্যগুদাম, তালোড়ার রেলস্টেশনসহ বেশকিছু অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ও কারখানা রয়েছে। দুপচাঁচিয়া থেকে ৭ কিলোমিটার দূরত্ব সড়কটির বিভিন্ন স্থানে কারপেটিং-এর পাথর পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও তালোড়া কুন্দ্রগ্রাম ও তালোড়া নরশৎপুর সড়কটি ২টির অবস্থা অথৈব। ফলে সড়কগুলো দিয়ে চলাচলের সাধারণ মানুষসহ যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতি সত্বর সড়কটি মেরামত করা না হলে আগামী বর্ষা মৌসুমে এলাকাবাসীর দুর্ভোগ আরো যেমন বাড়বে তেমনি দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পাবে। এব্যাপারে গত ১০ ফেব্রæয়ারি মুঠোফোনে তালোড়া পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকারের সাথে যোগাযোগ করলে তিনি “দৈনিক ইনকিলাব”-কে জানান, দুপচাঁচিয়া-তালোড়া সড়কটি সড়ক ও জলপথ বিভাগের। সড়কটির অবস্থা করুণ। আগামী বর্ষা মৌসুমের পূর্বেই সড়কটি সংস্কার করা জরুরি প্রয়োজন। সড়কটির পৌর এলাকার মধ্যেও বিভিন্ন স্থানে কারপেটিং-এর পাথরসহ পিচ উঠে বেহাল দশা হলেও প্রশাসনিক জটিলতার কারণে সংস্কার করা সম্ভব হচ্ছে না। তিনি সড়কটি দ্রæত সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তৃপক্ষের দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ