Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুলবাড়িয়ায় অগ্নিকান্ডে ১৫ দোকান ভস্মীভ‚ত

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল সলির বাজারে গতকাল সোমবার ভোরে আগুন লেগে ঔষধ, ফার্নিচার, থান কাপড়ের দোকানসহ পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১৫টি দোকান। ভোর বেলা সলির বাজারের নৈশ্য প্রহরী আঃ জব্বার প্রথমে দোকানে আগুন দেখতে পেয়ে আশেপাশের সবাইকে খবর দেয়। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে সকাল ৫টায় ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে প্রাথমিক ভাবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লাখ টাকা ধারনা করা হলেও ক্ষতিগ্রস্তদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। এ বিষয়ে ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার নুরুল ইসলাম জানান, আমরা সকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নির্বাপন করতে সক্ষম হই । চ‚ড়ান্ত প্রতিবেদন দাখিলের সময় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বিষয়ে বলা যাবে। আগুনে পুড়ে যাওয়া ওষুধের দোকান খালেদ মেডিকেল হলের মালিক আঃ খালেদ বলেন, আমি সকাল ৬টায় আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে দেখি সব দোকান পুড়ে ছাই। আমার নদগ ৩০হাজার টাকা সহ ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এদিকে আগুন লাগার ঘটনায় দুপুরে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার ও স্থানীয় সরকার প্রকল্প কর্মকর্তা আঃ বাছেদ ঘটনাস্থল পরিদর্শনে এসে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকানদার এবং ঘর মালিকদের সাথে আলাপ করে সরকারি সহায়তার আশ্বাস দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক , অনেক দরিদ্র মানুষের পরিবারের খরচ চলতো এই সকল দোকান থেকে । আমি ইতি মধ্যে স্থানীয় চেয়ারম্যান সাহেবকে ক্ষতিগ্রস্থ দোকানদারদের নামের তালিকা চেয়েছি আর যতদ্রæত সম্ভব প্রশাসনের তরফ সর্বাত্তক সহায়তা করা হবে। কুশমাইল ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক বলেন, ইউএনও স্যারের নির্দেশে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের নামের তালিকা সংশ্লিষ্ট মহলে পাঠিয়ে দিচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ