রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং গোপালগঞ্জ-বাগেরহাট-পিরোজপুর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প (ডিএই) এর সহযোগিতায় চার দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা গতকাল সোমবার শুরু হয়েছে। মঠবাড়িয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন। পরে ‘কৃষিই সমৃদ্ধি’ এ বক্তব্য সামনে রেখে মেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য চাষি শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ অরবিন্দ বিশ্বাস, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক মজনু, মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জামাল হোসেন প্রমূখ। মেলায় ১৮টি স্টলে কৃষি তথ্য সেবা, কৃষি প্রযুক্তি, কৃষি পণ্য, মাটির স্বাস্থ্য ও বীজ সংরক্ষণ ব্যবস্থাপনা, জলবায়ুজনিত পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা, সমন্বিত খামার ও খাদ্য ব্যবস্থাপনাসহ কৃষি প্রাণ বৈচিত্র্য প্রদর্শিত হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।