Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিউটির চিকিৎসায় সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : একটু সুখের আশায়। ছেলেমেয়ে নিয়ে দু’বেলা খেয়ে পড়ে বাঁচার আশায়, কাজের খোঁজে এসে মেয়েকে হারিয়ে মা-বাবা মৃত্যুপথ যাত্রী। গত কয়েক বছর আগে টাঙ্গগাইল থেকে চাকরির খোঁজে গাজীপুর এসে সড়ক দুর্ঘটনায় মা-বাবা ও মেয়ে মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মেয়ে মারা যায়। দীর্ঘদিন চিকিৎসার পর বাবা কিছু সুস্থ হলেও মা এখন অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থ হতে দীর্ঘমেয়াদি উন্নত চিকিৎসা জরুরি। এতে অনেক টাকার প্রয়োজন। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভেঙ্গুলা গ্রামের দরিদ্র মো. আ. রাজ্জাক সিদ্দিকীর স্ত্রী বিউটি বেগম। এক ছেলে দু’মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন রাজ্জাক-বিউটি দম্পতি। অসহায় হতদরিদ্র মো. আ. রাজ্জাক দীর্ঘদিন রোগে-শোকে ভোগে দুর্বল ও কর্মহীন হয়ে পড়েন। তিন সন্তান নিয়ে দীর্ঘদিন অসুস্থ থেকে ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষেও চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট স্ত্রীর চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. আ. রাজ্জাক
হিসাব নং- ৪৩৪৪/৪৩,
কৃষি ব্যাংক, আলোকদিয়া শাখা,
মধুপুর, টাঙ্গাইল।
মোবাইল ০১৯৫৬০৪১২৯৬।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ