Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিকিৎসকের অভাবে সেবা বঞ্চিত রোগীরা

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবি (মহীপুর) হাসপাতালে চিকিৎসকের অভাবে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। অন্যদিকে দীর্ঘদিন যাবৎ এক্সরে মেশিন বিকল হয়ে পড়ে থাকায় আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ রোগীদের। দেখার যেন কেউ নেই। জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭৩ সালে জেলার পাঁচবিবির (মহীপুর) ৩১ শয্যার পাঁচবিবি হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০৬ সালে এ হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিত করা হলেও প্রয়োজনীয় জনবল নেই এখানে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। ৫০ শয্যার এ হাসপাতালে ২০ জন চিকিৎসকের জায়গায় মাত্র ৪ জন চিকিৎসক দিয়ে চলছে এ হাসপাতালের চিকিৎসা সেবা। অপরদিকে প্রশাসনিক কর্মচারীও রয়েছে প্রয়োজনের তুলনায় অনেক কম। প্রতিদিন জরুরি বিভাগে দেড় থেকে দু’শ জন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা প্রায়শই কাক্সিক্ষত চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এদিকে আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও দক্ষ্য অপারেটরের অভাবে বন্ধই রয়েছে কোটি টাকার এ মেশিনটি। এছাড়া এক্সরে মেশিনটিও দীর্ঘদিন ধরে বিকল হয়ে পরে থাকায় রোগীরা বেসরকারী ক্লিনিকে চড়া মূল্যে পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য হচ্ছে। এতে একদিকে যেমন তাদের সময়ের অপচয় হচ্ছে অন্যদিকে হচ্ছে আর্থিক ভাবে ক্ষতি। হাসপাতালে ভর্তি রোগীদের নানান অভিযোগ সেবার মান নিয়ে প্রশ্নতো আছেই তার উপর মোবাইলের কোন নেটওয়ার্ক পাওয়া যায়না এখানে। আর এ কারণে রোগী ও স্বজনদের যোগাযোগে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতালের এসব দুরবস্থার বিষয়ে ডাঃ মোঃ শহীদ হোসেন বলেন ২০১০ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পত্রে জানা যায় ৫০ শয্যার হাসপাতালের জন্য লোকবল না পাঠানো পর্যন্ত ৩১ শয্যার লোকবল দিয়েই হাসপাতাল চালাতে হবে। ডাঃ শহীদ আরো বলেন গাইনী, মেডিসিন, সার্জারী থেকে শুরু করে অনেক কয়টি অতি গুরুত্বপূর্ণ পদের ডাক্তার হাসপাতালে নেই এ কারণে হাসপাতালে আসা রোগী প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। তবে মন্ত্রণালয়ে পাঠানো প্রতি মাসের প্রতিবেদনে এসব সমস্যার কথা জানানো হয় বলে তিঁনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ