Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পলাশবাড়ীতে বাসচাপায় যুবক নিহত

গাইবান্ধা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ২:২৫ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় আব্দুল হান্নান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গতরাত ২টার দিকে উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন।আব্দুল হান্নান উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে।
পলাশবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফজির আহম্মেদ জানান, রাতে কোমরপুর এলাকায় ইসলামি জলসা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন চার যুবক। পথে জুনদহ এলাকায় বাসচাপায় ভ্যানযাত্রী আব্দুল হান্নান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় চারজন আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ