Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ আটক ৩

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:৫২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ডেপুটি রেজিস্ট্রার এইচ এম তায়েহিদ জামালসহ তিন জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাতের মামলায় তাদেরকে আটক করা হয়।
আটককৃত বাকি দুজন হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহাকরী পরিচালক মোফাজ্জল হোসেন। সোমবার ভোররাতে দুদকের একটি টিম মিরপুরের বাসা থেকে তাকে আটক করে। এই টিমের নেতৃত্ব দেন দুদকের উপ পরিচালক মোরশেদ আলম।

দুদকের উপ পরিচালক মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন পর্যায়ের নিয়োগে কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসা‍ৎ করেন তিনি। পরে এসব অভিযোগ এনে ২০১২ সালে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি আদালত এ মামলা অধিকতর তদন্তের নির্দেশ দেন। "



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ