Inqilab Logo

শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুন্দরবনে র‌্যাব-বনদস্যু গুলিবিনিময় ॥ বাহিনী প্রধানসহ গ্রেফতার দুই

সাতক্ষীরা স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:১৯ এএম | আপডেট : ১২:৫৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০১৭

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়ার পশুরতলা খালে বনদস্যু নুর বাহিনীর সাথে র‌্যাব-৮ এর গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় র‌্যাব সদস্যরা নুর বাহিনী প্রধান নুর হোসেন ও তার প্রধান সহযোগী আব্বাসকে গ্রেফতার করেছে। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা সেখান থেকে ৪ টি বিদেশি বন্ধুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

সোমবার সকাল ৮টা ৫২ মিনিটে র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান বিষয়টি নিশ্চিত করেছেন।।
র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়ার পশুরতলা খালে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নুর বাহিনী র‌্যাবকে লক্ষ করে গুলি করে। র‌্যাব ও পাল্টা গুলি করে। উভয় পক্ষে গুলি বিনিময়ের পরে ঘটনাস্থল থেকে নুর বাহিনীর প্রধান ও তার প্রধান সহযোগী আব্বাসকে গ্রেফতার করা হয়। র‌্যাব সদস্যরা সেখান থেকে ৪ টি বিদেশি বন্ধুক ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নুর বাহিনীর প্রধানসহ দুইজন বনদস্যুকে গ্রেফতার করেছে। সেখান থেকে র‌্যাব সদস্যরা চারটি আগ্নেয় অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ