বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মুন্সীগঞ্জের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র ও খুনসহ ২২টি মামলা রয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে অস্ত্র উদ্ধারের অভিযানে সদরের বৈখর এলাকার ময়না মোল্লার কাঠ বাগানে গেলে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ পুলিস সুপার মো. জায়েদুল আলম জানান, শাহজালাল মিজি`র বিরুদ্ধে খুন, অস্ত্র, চাঁদাবাজি, মাদক, সরকারি কাজে বাধা ও ৯টি মারামারি ও সন্ত্রাসী মামলাসহ ২২টি মামলা রয়েছে। তিনি ৭ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
তিনি আরো জানান, রোববার বিকেলে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার তথ্যের ভিত্তিতে বৈখর এলাকার ময়না মোল্লার কাঠ বাগানে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে ওঁতপেতে থাকা শাহজালালের সহযোগীরা পুলিশের ওপর হামলা করে এবং তিনি পালানো চেষ্টা করেন। এসময় পুলিশের ছোড়া গুলিতে শাহজালাল নিহত হন।
ওই সময় ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি চাইনিজ কুড়াল, ১টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।