Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে ৪ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানের জরিমানা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর চারটি ফার্মেসি, একটি বেকারি ও একটি রেস্টুরেন্টকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল রোববার দুপুরে এপিবিএন-৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আব্দুল মজিদ ও সহকারী পরিচালক রজবী নাহার রজনী এ অভিযান পরিচালনা করেন। এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও  বিক্রর অভিযোগে বকশিবাজারে অবস্থিত পেনাং রেস্টুরেন্টের ব্যবস্থাপক আব্দুল জলিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যের মোড়কের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উর্ত্তীণৈর তারিখ না থাকায় নিমতলী মের্সাস বি বাড়ীয়া বেকারী এন্ড কনফেকশনারীর ব্যবস্থাপক শাহআলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রির অভিযোগে শাহজালাল ফার্মেসীর ব্যবস্থাপক সন্মেষ আচার্য্যকে ৫ হাজার টাকা, জনতা ফার্মেসীর ব্যবস্থাপক রফিকুল ইসলামকে ৩ হাজার টাকা, অপু এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রঞ্জন চৌধুরীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ