Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপিকে বিরোধী দলে রাখবে কিনা জনগণ ভাবছে : খালিদ মাহমুদ

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচন হবে দেশকে এগিয়ে নেয়ার নির্বাচন। নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করার নির্বাচন। সে নির্বাচনে দেশবিরোধী অপশক্তি বিএনপিকে বিরোধী দলের আসনে বসাবে কিনা- দেশের জনগণ তা নিয়ে ভাবছে। জেলার বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক পথসভায় গতকাল রবিবার তিনি এসব কথা বলেন। খালিদ বলেন, সারাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় উন্নয়নের নেত্রী শেখ হাসিনার পক্ষে জোয়ার শুরু হয়েছে। এখন আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের হোতা বিএনপিকে বিরোধী দলে বসাবে; নাকি গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করা জাতীয় পার্টিকে আবারো বিরোধী দলে বসাবে তা নিয়ে জনগণ ভাবছে। তিনি বলেন, নির্দিষ্ট সময়ে গণতান্ত্রিক উপায়ে ও সাংবিধানিক ধারায় আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে বিএনপি না এলে তাদের রাজনীতির কবর রচিত হবে। খালিদ মাহমুদ বলেন, উন্নয়নের শত্রু খালেদা জিয়া ও ড. ইউনূস মিলে বিশ্বব্যাংকে ভুল তথ্য দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পদ্মাসেতু দুর্নীতির ধুয়া তুলেছিল। আজকে কানাডার আদালতে প্রমাণিত হয়েছে, এসব প্রপাগা-া- পদ্মাসেতুতে কোন দুর্নীতি হয়নি। এ নিয়ে বিএনপি-জামায়াত ও ইউনূস গংরা তথ্য সন্ত্রাস করেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তে আজকে পদ্মাসেতু দৃশ্যমান হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ