Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ষড়যন্ত্রকারীরা যাবেন পদ্মা সেতুর নিচ দিয়ে : হাছান মাহমুদ

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার:  কানাডিয়ান আদালতে পদ্মা সেতু দুর্নীতির প্রমাণ না পাওয়ায় বিশ্বব্যাংকের গালে চপেটাঘাত পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, চালু হওয়ার পর ষড়যন্ত্রের অভিযোগকারীদের পদ্মা সেতুর ওপর না ওঠে নিচ দিয়ে যাতায়াতের পরামর্শ দিচ্ছি।
গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, দেশীয় যড়যন্ত্রের কারণে দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণ থেকে বিশ্বব্যাংক অর্থায়ন ফিরিয়ে নিয়েছিল। কানাডার আদালতে সেই অভিযোগ ব্যর্থ প্রমাণিত হওয়ায় বিশ্ব ব্যাংকের গালে চপেটাঘাত পড়েছে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস পদ্মা সেতুর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশের কিছু অসাধু বুদ্ধিজীবীর সঙ্গে যুক্ত হয়ে ড.ইউনূস পদ্মা সেতুর বিরুদ্ধে যড়যন্ত্র করেছিলেন।
সব ষড়যন্ত্রকারীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে টিআইবি অনেক বড় বড় কথা বলেছেন। তারাও এখন সুর পাল্টেছেন। তাদের (টিআইবি) এখন উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া।
এ সময় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এমএ করিম, শাজাহান আলম সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ