বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোর্ট রিপোর্টার : পরিবেশ অধিদফতরের ছাড়পত্রবিহীন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মামলায় ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ মার্চ দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার পরিবেশ আদালতের বিচারক আতিকুল খবির এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের পেশকার মো. শামসুজ্জামান সাংবাদিকদের জানান, এ মামলার অভিযোগ গঠনের আগে ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হকের পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন কর হয়েছিল। শুনানি শেষে বিচারক সেই আবেদন নাকচ করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এরফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এ সময় সংসদ সদস্য আসলাম আদালতে হাজির ছিলেন। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন।
মামলার নথি সূত্রে জানাগেছে, বুড়িগঙ্গা নদী হতে ড্রেজারের মাধ্যমে ঢাকার হাজারীবাগের বসিলা ব্রিজের উত্তর-পশ্চিম পার্শ্বে ওয়াশপুর নামক স্থানে বালি ভরাট করে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়। ওই প্ল্যান্টটির নাম রাখা হয় ওয়েস্ট পাওয়ার লিমিটেড। সংসদ সদস্য আসলামুল হক ওই কোম্পানির চেয়ারম্যান। ছাড়পত্রবিহীন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অভিযোগে পরিবেশ অধিদফতরের পরিদর্শক আব্দুল খালেক ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি হাজারীবাগ থানায় মামলাটি করেন। পরে ঘটনার তদন্ত ঢাকা জেলার পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক (কারিগরি) মিহির লাল সরদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।