Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসদে আইনমন্ত্রী তিন বছরে ৪০ লাখ মামলা নিষ্পত্তি

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমান সরকার ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩ বছরে ৪০ লাখ ৬৪ হাজার ৫৩৭টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল রোববার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে ওয়ার্কার্স পার্টির সদস্য হাজেরা খাতুনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, সরকার মামলার জট কমিয়ে বিচার কাজ ত্বরান্বিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সারাদেশে ৪১টি নারী ও শিশু অপরাধ দমন ট্র্রাইব্যুনাল সৃষ্টি করে এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি জানান, দেশের ইতিহাসে সিলেটের চাঞ্চল্যকর শিশু রাজন হত্যা, খুলনার শিশু রাকিব হত্যা মামলার রায় সর্বোচ্চ দ্রুততম সময়ে ঘোষণা করা সম্ভব হয়েছে। পাশাপাশি ২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলার বিচার কার্যক্রমের সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া সম্প্রতি নারায়ণগঞ্জের বহুল আলোচিত চাঞ্চল্যকর ৭ খুনের মামলা মাত্র ৫৩ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট আদালত বিচারকার্য সম্পন্ন করে রায় ঘোষণা করে।
মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে দায়েরকৃত মামলাসমূহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেয়া রায়ের প্রেক্ষিতে দায়েরকৃত আপিল মামলাগুলোর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত অর্থবছরে ৩টি মামলা চূড়ান্তভাবে নিষ্পন্ন করেছে। এছাড়া মামলা জট কমিয়ে আনার লক্ষ্যে সরকার বিদ্যমান বিভিন্ন আইনের সংশোধন, বিচারক নিয়োগ, নতুন আদালত স্থাপনসহ ইতোমধ্যে বিচার বিভাগে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ