পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বাংলা বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সেমিনারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রয়োজনীয়তা ও গুরুত্ব, উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার ইত্যাদি বিষয়ে ৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রহমান হাবিব, এইউবির বাংলা বিভাগের প্রধান ড. রিটা আশরাফ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সানজিদা হক মিশু। প্রবন্ধের উপর আলোচনা উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মুহাম্মদ দানীউল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ এবং উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মো. আলাউদ্দিন। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।