Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরাপদ সবজিমেলা ও পিঠা উৎসব

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : খাদ্যে ভেজাল ও বিষাক্ততা মানুষদের দুশ্চিন্তাগ্রস্ত করে তুলেছে। জনমনে দেখা দিয়েছে নানা রকম জটিল রোগে আক্রান্ত হবার আতঙ্ক। সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটি (এসডিআই) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ নানা প্রকার সামাজিক উন্নয়ন ও সমসাময়িক সমস্যা থেকে উত্তোরণে দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছে। সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সংস্থা পিকেএসএফ এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে এসডিআই’র সংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকগণ জৈব প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদন করছে। কৃষকের আয় বৃদ্ধি তথা ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ সবজি মানুষের কাছে পৌঁছে দেয়াকে অগ্রাধিকার দিয়ে সংস্থাটি কর্মকান্ড পরিচালনা করছে। রাসায়নিক দ্রব্য যেমন, রাসায়নিক সার ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে প্রাকৃতিক সার-কেঁচো কম্পোস্ট উৎপাদন ও গোবর সার ব্যবহারের মাত্রা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত আছে। কৃষকগণ রাসায়নিক সারের মাত্রা কমিয়ে প্রাকৃতি সারের ব্যবহার ধীরে ধীরে বাড়াচ্ছে। নিরাপদ খাদ্য তথা নিরাপদ সবজি উৎপাদন ও সরবরাহ সম্পর্কে জনগণকে জানান দিতে, জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে গত শনিবার সকালে রাজধানীর ধানমন্ডি লেকপাড় পানশী রেস্টুরেন্টে নিরাপদ সবজি মেলা, পিঠা উৎসব-২০১৭ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা ফারুক ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরাপদ

২৩ অক্টোবর, ২০২২
৩০ জুলাই, ২০২২
২৪ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ