Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ান শুটারগানসহ গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরার কলারোয়ায় একটি ওয়ান শুটারগানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে কলারোয়া উপজেলার যুগিবাড়ি গ্রামের একটি মাছের ঘের থেকে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে, উপজেলার গোপিনাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে কবিরুল ইসলাম ও তার দুই সহযোগি সুমন ও আশরাফুল ইসলাম ওরফে বাবু। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কলারোয়ার যুগিবাড়ি গ্রামের সুমনের মাছের ঘেরে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ একটি ওয়ান শুটারগানসহ তাদেরকে গ্রেফতার করে। তারা ওই ঘেরে বসে বিভিন্ন অপকর্ম করতো বলে ওসি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ