রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্কলারশীপ-২০১৬ বৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ প্রাঙ্গনে বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সোহরাব হোসেন বাবরের সভাপতিত্বে ও আফসানা আক্তার অপু ও ঝিল্লুর রহমান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, রামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নূর আহাম্মদ চৌধুরী, বামনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, ইউনিয়ন আ.লীগ নেতা আব্দুল কুদ্দুস প্রমুখ। অনুষ্ঠানে ১২০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় এবং সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্র্থী ইশমাম ইউশা এবং দীপ্ত মজুমদারকে গোল্ড মেডেল প্রদান করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।