Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর খামারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শাহাবুদ্দীনের সাফল্য গাথা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মমিনুল ইসলাম মুন, তানোর (রাজশাহী) থেকে : রাজশাহীর তানোরে গরু পালন করে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মডেল হয়ে উঠেছেন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শাহাবুদ্দীন। তানোরের বাধাইড় ইউপির দুর্গম ও প্রত্যন্ত পল্লী গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা শাহাবুদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি নিজ বাড়িতে গরু মোটাতাজাকরণের জন্য গরুর খামার গড়ে তোলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের আশায় বসে না থেকে অবসর সময়টুকু কাজে লাগিয়ে তিনি গরুর খামার গড়ে তোলেন। শাহাবুদ্দীনের অত্যন্ত পরিচ্ছন্ন ও চমৎকার গরুর খামার দেখে চোখ ফেরানো দায়। গরু পালনে তার সাফল্য দেখে গ্রামের অনেকেই এখন গরু মোটাতাজাকরণের জন্য গরুর খামারে ঝুঁকে পড়েছেন। তানোর-আমনূরা সড়কের জুমারপাড়া মোড় হয়ে সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হবে গোয়ালপাড়া গ্রামে। রাস্তার দু’পাশে ফসলের খেতের মধ্য দিয়ে চলে গেছে সরু আঁকাবাঁকা রাস্তা এ এক মনোরম দৃশ্য। জুমারপাড়া মোড় থেকে পায় ১৫ কিলোমিটার দূরে প্রত্যন্ত পল্লী গোয়ালপাড়া গ্রাম। এদিকে গ্রামে প্রবেশের রাস্তাটি এখানো পাকা হয়নি মাটির কাঁচা রাস্তাই রয়ে গেছে। কাঁচা রাস্তা দিয়ে গ্রামে প্রবেশের সময় দেখা হয় কয়েকজন গ্রামবাসীর সঙ্গে। তাদের শাহাবুদ্দীনের গরুর খামারের কথা জিজ্ঞাসা করতেই, তারা গ্রামের একটি মসজিদ দেখিয়ে বললেন তার পাশেই শাহাবুদ্দীনের গরুর খামার। সেখানে গিয়ে দেখা যায়, খামারের সামনেই রয়েছে একটি পুকুর চারপাশ প্রটেকশন ওয়াল দ্বারা বাঁধা। পুকুরটিও শাহাবুদ্দীনের নিজস্ব তিনি সেখানে মাছ চাষ করেন। আর পুকুর পাড়ে গড়ে তোলেন বিশাল গরুর খামার। খামারের সামনে একটি পতিত কুয়ার উপর বসে কথা হয় শাহাবুদ্দীনের সঙ্গে। শাহাবুদ্দীন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফলাফলের আশায় বসে না থেকে তিনি পুকুরে মাছ চাষের পাশাপাশি গরু মোটাতাজাকরণ করতে গরুর খামার গড়ে তোলেন। তিনি বলেন, প্রথমে ৬টি গরু দিয়ে খামার শুরু করি, ৬টি গরু কেনা হয়েছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকা দিয়ে। চার মাস পর এসব গরু বিক্রি করে লাভ হয় প্রায় দেড় লাখ টাকা, পুঁজি দাঁড়ায় ৬ লাখ টাকায়। এরপর খামার বড় করতে বিনিয়োগ করেন আরো ৭ লাখ টাকা মূলধন গিয়ে দাঁড়ায় প্রায় ১৩ লাখ টাকা। তিনি বলেন, বর্তমানে তার খামারে বড় সাইজের ১৯টি গরু  রয়েছে। ফলে এখন মূলধন গিয়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ টাকায়। আবার খামার সংলগ্ন জায়গায় বায়োগ্যাস প্লান্ট তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। তিনি বলেন, খড়কাটা একটি মেশিন দেখিয়ে বলেন, প্রায় ৪০ হাজার টাকা দিয়ে এটি যশোর জেলা থেকে সংগ্রহ করেছেন। আর এই অঞ্চলে তার এই একটিমাত্র খড়কাটার মেশিনই রয়েছে। সাত থেকে আট মাস ধরে খামার পরিচর্যা করেন আদিবাসী যুবক পলিন মাহতো। তিনি জানান, খামারে কাজ করতে করতে গরুর উপর তার পরম মায়া বসে গেছে। খামারের সামনে গরুকে গোসল করানোর জন্য রয়েছে পুকুরের খাস বাঁধা। সম্প্রতি গরুকে গোসল করাতে গিয়ে একটি গরুর শিং ভেঙ্গে যায় এতে প্রচ- কষ্ট হয় পলিন মাহতোর, সেই কষ্টে সে প্রায় এক সপ্তাহ না খেয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। তানোরের বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, পরিশ্রম মানুষের সফলতার মূল চাবিকাঠি, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেও কোনো উচ্চশিক্ষিত মানুষ এমন চমৎকার ও পরিচ্ছন্ন গরুর খামার গড়ে তুলতে পারেন এটা তাকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শওকাত আলী বলেন, এই খামারটির বিষয়ে তার অজানা, তবে বর্ণনা শুনেই চমৎকার লাগছে অবশ্যই কোনো এক সময় খামার দেখতে যাওয়া হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করা উচ্চশিক্ষিত বেকার চাকরির খোঁজে না গিয়ে গরুর খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন এটা না দেখে পারা যায় না। এদিকে শাহাবুদ্দীন বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা বা আর্থিক সহযোগিতা পেলে তিনি তার খামারকে দেশের মডেল খামারে রূপান্তরিত করতে পারবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ