Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছে বোদার কৃষক

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলায় চলতি বোরো মৌসুমে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায় বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। জমি চাষ, সেচের পানি সরবরাহ, সার, ডিজেল জোগান, বীজ তলার চারা উত্তোলন করে জমিতে রোপণসহ যাবতীয় কাজে একটুও বিরাম নেই তাদের। সামনে লক্ষ্য শুধু একটাই সঠিক সময়ে জমিতে ধান রোপণ এবং কিভাবে আগামিতে ভালো মানের ফসল ফলানো যায়। এ ব্যাপারে উপজেলার পাঁচপীর ইউনিয়নের আবাসডাঙ্গা গ্রামের চাষি সরৎ কুমার সরকার ও গৌতম কুমারের সঙ্গে কথা হলে তারা জানান, এ বছর প্রায় ১০ বিঘা জমিতে বোরো ধান রোপণ করবেন ঠা-া ও কুয়াশা কম থাকায় বোরো বীজ তলায় ভালো মানের চারা উৎপাদিত হয়েছে। সার, ডিজেল, বিদ্যুৎসহ সব কৃষি উপকরণ সহজ প্রাপ্যতা আছে, আশা করি সঠিক সময়ে বোরো ধান রোপণ করে আগামিতে ভালো ফলন পাব। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি অফিসার মো. আল মামুনÑঅর-রশিদ জানান চলতি বোরো মৌসুমে হাইব্রিড ও উফশী জাতসহ উপজেলায় মোট ৯৯৪০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে বোরো ধান আবাদ যাতে চাষিগণ নির্বিঘেœ করতে পারেন তার জন্য সার-কীটনাশক, সেচের জন্য ডিজেল-বিদ্যুৎ সরবরাহ সহজিকরণ সহ কৃষকদের যাবতীয় তথ্য পরামর্শ মাঠ পর্যায়ে অব্যাহত আছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ