Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে জেইউজে’র সভায় ইকবাল সোবহান চৌধুরী

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা,যশোর : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের অভিযোগ কানাডার আদালতের রায়ে মিথ্যা প্রমাণিত হওয়ায় বিশ্বব্যাংকে ক্ষমা প্রার্থনার দাবি করেছেন। তিনি বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে সেখানে একটি টাকাও দুর্নীতি হয়নি। অথচ বিশ্বব্যাপী তারা দুর্নীতির কথা বলে, অধিকারের কথা বলে। অসত্যকে প্রশ্রয় দিয়ে বিশ্বব্যাংক গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। এর জন্য বিশ্বব্যাংককে ক্ষমা চাইতে হবে। না হলে এদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। তিনি বিশ্বব্যাংককে উদ্দেশ্য করে বলেন, আমাদের অভ্যন্তরীণ অর্থে পদ্মা সেতুর যে কাজ হচ্ছে। জাতি ঐক্যবদ্ধ আছে বলে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। বিশ্বের বুকে আজ আমরা উন্নয়নের রোল মডেল। শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজে সভাপতি সাজেদ রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাংবাদিক নেতা মনোতোষ বসু,  একরাম-উদ দৌল্লা, মিজানুর রহমান তোতা. তৌহিদুর রহমান, আনোয়ারুল কবীর নান্টু, আইডিইবির সাবেক সভাপতি এম আর খায়রুল উমাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ