Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী আহত আগুন জ্বালিয়ে ২ ঘণ্টা সড়ক অবরোধ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের পদুঘরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থী ও এলাকাবাসী আগুন জ্বালিয়ে ২ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। গতকাল (শনিবার) সকাল ৯ টায় সোনারগাঁ-নবীগঞ্জ সড়কের পদুঘরে এ ঘটনা ঘটে। পুলিশ এসে বিক্ষুদ্ধ শিক্ষার্থী ও এলাকাবাসীকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করায়। আহত শিক্ষার্থীর নাম রাবেয়া আক্তার (৫)। সে মিনারবাড়ি এলাকার চাঁন বাদশা মিয়ার মেয়ে ও কুশিয়ারা ভদ্রশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
স্কুলে আসার পথে নবীগঞ্জগামী অটোরিকশা (ঢাকা-থ-১১-২২৩৭) শিশু ছাত্রীকে স্কুলের সামনে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। চালক অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যায়। এলাকাবাসী শিশু ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে ভর্তি করে। পুলিশ অটোরিকশা আটক করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় রেখেছে। শিশুটির অবস্থা আশংকা জনক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ