বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : প্রবল চাপ, বাধা-বিপত্তি এবং হুমকি-ধমকির মুখেও নরসিংদী সরকারী কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারী একেএম আজাদকে মারধর ঘটনায় আজ (রোববার) তদন্ত রিপোর্ট পেশ করবে গঠিত তদন্ত কমিটি। চাঁদা না দেয়ায় গত ফেব্রæয়ারি রাকিব ও মাহফুজ নামে দুই ছাত্রলীগ নামধারীরা একেএম আজাদকে কলেজ ক্যাম্পাসে মারধর করে। এই ঘটনায় কলেজ কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, কর্মচারী একেএম আজাদ কলেজের হিসাবসহকারী হিসেবে ২০ বছর যাবৎ সরকারী কলেজের হিসাব বিভাগে কাজ করছে। স¤প্রতি ছাত্রলীগ নামধারী রাকিব ও মাহফুজ তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। আজাদ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৭ ফেব্রæয়ারি বাদ আসর কলেজ মসজিদ থেকে বের হবার পর রাকিব ও মাহফুজ তাকে ধরে শারীরিকভাবে মারধর করে। নির্যাতিত কর্মচারী আজাদ ঘটনাটি লিখিতভাবে কলেজের প্রিন্সিপালকে জানালে প্রিন্সিপাল প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম ঘটনার তদন্তের জন্য শিক্ষক পরিষদ নেতা ও সহকারী অধ্যাপক মোঃ আব্দুল হালিম ভূইয়াকে আহŸায়ক, দর্শন বিভাগের প্রভাষক এমএ মোমেন মিয়া ও ইংরেজি বিভাগের প্রভাষক মুহাম্মদ মনিরুজ্জামানকে সদস্য করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে তাদের তিন কর্ম দিবসের মধ্যে কলেজের প্রিন্সিপালের কাছে রিপোর্ট পেশ করার নির্দেশনা দেয়া হয়। গঠিত তদন্ত কমিটি ৩ দিন তদন্ত করে ঘটনার সত্যতা খোঁজে পান বলে জানা যায়। শুধু তাই নয় কলেজের অভ্যন্তরে স্থাপিত ১৬টি সিসি ক্যামেরার মধ্যে কয়েকটি ক্যামেরার ফুটেজে কর্মচারী আজাদকে মারধোর করার ঘটনা ধরা পড়ে। এই খবর প্রচারিত হবার পর ছাত্রলীগ কর্মীরা তদন্ত কমিটিকে রিপোর্ট পেশ না করার জন্য বিভিন্নভাবে চাপ দিতে থাকে। এতে কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠার সৃষ্টি হয়। এ অবস্থায়ও কমিটি আজ যথাসময়ে যথারীতি রিপোর্ট পেশ করার দৃঢ় সিদ্ধান্ত ঘোষণা করেন। অপর একটি সূত্র থেকে জানা গেছে, ছাত্রলীগ কর্মী পরিচয়ধারী রাকিব একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একটি খুনের মামলাসহ একাধিক সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। পক্ষান্তরে ছাত্রলীগ কর্মী মোশারফ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।