Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুরূপ আইচ-এর প্রেমময়

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নন্দিত গীতিকার ও নাট্যকার অনুরূপ আইচ সাহিত্যের নানান শাখায় লেখালেখি করেন। তার লেখা গল্প নিয়মিত প্রকাশিত হয় দুই বাংলার বিভিন্ন পত্রিকায়। তাই গত কয়েক বছর ধরে তার লেখা বই নিয়মিত প্রকাশিত হচ্ছে বইমেলায়। এবারো ব্যত্যয় ঘটেনি। ৫টি ভিন্নধর্মী প্রেমের গল্প নিয়ে প্রকাশিত হয়েছে অনুরূপ আইচের নতুন বই “প্রেমময়”। এটি প্রকাশ করেছে- কালো প্রকাশনী। তবে এই বইটি পাওয়া যাবে বইমেলার ১৬৮ নাম্বার স্টল গতি প্রকাশনীতে। প্রেমময় বইটি সম্পর্কে বলতে গিয়ে অনুরূপ আইচ বলেন, আমি সবসময় সমকালীন বিষয় নিয়ে লিখতে পছন্দ করি। আমার লেখা জনপ্রিয় গান বা নাটকেও প্রেম ভালোবাসার প্রাধান্য থাকে। এবারের বইমেলায় প্রকাশিত আমার বইটিও প্রেমনির্ভর। যা পড়ে এ প্রজন্ম ভালোবাসার মর্মার্থ অনুভব করতে পারবেন। প্রেম মানে অশ্লীলতা নয়, প্রেম পবিত্র ও শাশ্বত। এর আগে অনুরূপ আইচের ২টি গল্পের বই, ২টি উপন্যাস ও একটি গানের বই প্রকাশিত হয়েছিল বইমেলায়। এই বইগুলোও পাওয়া যাবে এবারের মেলায়। অথবা যে কোনো অনলাইন বুকশপে অর্ডার দিলে বইগুলো পেয়ে যাবেন পাঠকের ঠিকানায়। উল্লেখ্য, তার লেখা জনপ্রিয় উপন্যাস “প্রেমলীলা” ও “প্রেমহীনা” নিয়ে দুইটি ধারাবাহিক নির্মাণ করছে দেশের স্বনামধন্য দুইটি টিভি চ্যানেল। এছাড়াও তার লেখা গল্পের বই “প্রেম নয় ভালোবাসা” ও “অ্যালকোহল” থেকে একাধিক গল্প নিয়ে নাটক প্রচার করেছে এটিএন বাংলা, মাছরাঙা টিভি, গাজী টিভি, চ্যানেল আই, একুশে টিভিসহ আরো অনেক টিভি চ্যানেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ