Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি শহিদুল আলম সাচ্চু, সাধারণ সম্পাদক নাসিম

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : টিভি নাটকের শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শহিদুল আলম সাচ্চু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অভিনেতা আহসান হাবিব নাসিম। গত শুক্রবার শিল্পকলা একাডেমিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিল্পীরা ভোট প্রদান করেন। নির্বাচনে অন্যান্যদের মধ্যে বিজয়ী হন যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আনিসুর রহমান মিলন ও রওনক হাসান। সহ সভাপতি পদে আজাদ আবুল কালাম, জাহিদ হাসান শোভন ও তানভীন সুইটি। সাংগঠনিক সম্পাদক পদে লুৎফর রহমান জর্জ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ঊর্মিলা শ্রাবন্তী কর, অনুষ্ঠান সম্পাদক বন্যা মির্জা, আইন ও কল্যাণ সম্পাদক শামীমা ইসলাম তুষ্টি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ওমর আয়াজ অনি নির্বাচিত। নির্বাহী পরিষদের সদস্য হিসাবে- আহসানুল হক মিনু, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, নিকুল কুমার ম-ল, সেলিম মাহবুব ও যৌথভাবে শেখ মেরাজুল ইসলাম ও সনি রহমান জয়লাভ করেছেন। অর্থ সম্পাদক পদে অভিনেত্রী তানিয়া আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহসীন। এছাড়া অন্য দুজন কমিশনার হলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ