Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ালেই আমার দক্ষতা -তাসনিম শেখ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

‘এল বিবাহ এয়সা ভি’ সিরিয়ালটি দিয়ে তাসনিম শেখ আট বছর পর ছোট পর্দায় ফিরছেন। তিনি জানিয়েছেন সিরিয়ালে কাজ করেন বলে তার কোনো অভিযোগ নেই কারণ এতেই তার দক্ষতা।
“প্রাত্যহিক সোপ হলো এমন একটি ধারা যার সঙ্গে আমি সহজেই খাপ খাইয়ে নিতে পারি। এতেই আমার সব দক্ষতা। অতীতে আমি বেশকিছু সিরিয়ালে কাজ করেছি তাই জানি কিভাবে কাহিনী এগোয় আর আমি কিভাবে আমার ভূমিকাকে প্রকাশ করব। যখন এই অফারটি পেলাম সব আগের মতো মিলে গেল,” তাসনিম বলেন।
সমীর নেরুরকারের সঙ্গে তাসনিমের বিয়ে হয়েছে। সন্তানসম্ভবা হওয়ার পর তিনি দীর্ঘ সময়ের জন্য টেলিভিশনকে বিদায় দেন। তার কন্যা টিয়ার বয়স এখন সাড়ে সাত। তিনি জানান, তার মেয়েই তাকে ফিরবার জন্য উৎসাহ দিয়েছে।
তাসনিম ‘কুসুম’, ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কুমকুম’ এবং ‘কিউঁকি সাস ফি কাভি বহু থি’র মতো সিরিয়ালগুলোতে অভিনয় করেছেন।
তিনি জানান, এত বছর পর কাজে ফিরে তিনি একেবারেই অস্বস্তি বোধ করেননি। মেক-আপ রুমে ঢোকার পরই তিনি অনুভব করেন তিনি তার জগতে ফিরেছেন।
৬ ফেব্রুয়ারি  থেকে অ্যান্ডটিভিতে ‘এক বিবাহ এয়সা ভি’ সিরিয়ালটি প্রচার শুরু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ