রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : ঘাটাইলে গৃহবধূ বন্যা হত্যা মামলার প্রধান আসামি বন্যার দেবর মোঃ রুবেল মিয়া (৩১) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর উপজেলার তারাগই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আঃ হান্নান জানান, বন্যা খাতুন (২৯) ঘাটাইল উপজেলার আন্দিপুর গ্রামের মোমিন আকন্দের মেয়ে বার বছর আগে ময়মনসিংহ সদরের কাঠগোল্লা তারগাই গ্রামের রবিউল ইসলাম (৩৩) এর সাথে তার বিয়ে হয়। বন্যার দেবর রুবেল মিয়া বখাটে এবং নেশাগ্রস্ত। সে মাঝে মধ্যেই তার ভাবী বন্যাকে কুপ্রস্তাব দিত। এ অবস্থায় তার শ্বশুরবাড়ির লোকজন সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুবেলকে ছয় মাসের কারাদ- দিয়ে জেলহাজতে পাঠায়। জেল থেকে বের হয়েই রুবেল বন্যাকে হত্যার সুযোগ খুজঁতে থাকে। গত ৪ জুলাই রাতে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা সদরের আলিফ নামে তার এক ভাগ্নে বন্যার বাবার বাড়ি ঘাটাইলের আন্দিপুর আসে। এ সময় রুবেল কৌশলে দূরে অবস্থান করে। রাত সাড়ে ৮টার দিকে বন্যা ভাগ্নে আলিফকে নিয়ে বাড়ির অদূরে দোকানের দিকে গেলে রুবেল আলিফসহ আরো ৪/৫ জন পূর্ব পরিকল্পিতভাবে বন্যাকে গলা কেটে জবাই করে এবং সারা শরীর কুপিয়ে জখম করে পতিত জমিতে ফেলে যায়। তারপর থেকেই সে পলাতক ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।