রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে : জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন গড়ার অঙ্গীকার ব্যক্ত করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, আজকে যারা মানুষকে ইসলামের নামে বিভ্রান্ত করছে এবং মানুষ হত্যা করছে তারাই দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চাইছে। তাদের দেশপ্রেম, মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই। দেশদ্রোহী জঙ্গিরা ইসলাম ধর্মের নামে বিভিন্ন জিহাদী বই ছাত্র-ছাত্রীদের হাতে কৌশলে তুলে দিয়ে তাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটানোর অপকৌশলের আশ্রয় নিয়ে গোপনে কাজ করছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের হোস্টেল ছাত্রীদের সাথে সম্প্রতি জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় কলেজ অধ্যক্ষ এসব কথা বলেন। মতবিনিময় সভায় অধ্যক্ষ আরো বলেন, কলেজ কর্তৃপক্ষের কঠোর নজরদারির কারণে বাইরের কোন মেয়ে বা আগন্তক কলেজ ক্যাম্পাসে এসে কোন ছাত্রীর সাথে আলাপ বা আড্ডার সুযোগ পায় না। তারপরও কোন ছাত্রী বা আগন্তকের আচরণ সন্দেহ হলে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর জন্য আহ্বান জানান। কলেজের নওয়াব হোচ্ছাম হায়দার ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক মো. আজহারুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আজহারুল ইসলাম ভূইয়া, হযরত আয়েশা সিদ্দিকা (রাহ.) ছাত্রী নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবদুল মালেক, সহকারি তত্ত্বাবধায়ক মো. জহিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহসীন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।