রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মো. হায়দার আলী, গোদাগাড়ী (রাজশাহী) থেকে : গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার দরগাপাড়া গ্রাম হতে মা-ইলের রিশিকুল ইউনিয়ন পর্যন্ত রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সেইসাথে নলপুকুর নামক স্থানে কালভার্ট ভেঙে পড়ে থাকলেও কর্তৃপক্ষের তেমন গুরুত্ব নেই। অথচ এই রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ কাঁকনহাটসহ বিভিন্ন স্থানে যানবাহন নিয়ে চলাচল করেন। রিশিকুল ইউনিয়ন পরিষদসহ মা-ইলে রয়েছে হাট, শিক্ষা ্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স। সেখানে প্রতিদিন মানুষ সেবা নিতে ও শিক্ষা গ্রহণ করতে যান। এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা, রিকশা, ভ্যান, ভটভটি, বাইসাইকেল, মোটরসাইকেল ও অনেক সময়ে পণ্য আনা-নেয়ার জন্য ট্রাক এবং ট্রলি চলাচল করে বলে রিশিকুল ইউপি সচিব জাহাঙ্গীর আলম জানান। রাস্তা সংস্কারের বিষয়ে রিশিকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরে যোগাযোগ করে নতুন করে কালভার্ট স্থাপন ও রাস্তা সংস্কারের জন্য সুপারিশ করেন। বর্তমানে কালভার্ট স্থাপনের জন্য টেন্ডার হলেও রাস্তা সংস্কারের কোনো ব্যবস্থা নেই বলে তিনি জানান। তিনি দ্রুত কালভার্ট পুননির্মাণ ও রাস্তা সংস্কার করে নির্বিঘেœ যানবাহন ও জনগণের চলাচলের ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। গোদাগাড়ী উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মোস্তাক আহমেদের নিকট রাস্তা সংস্কার বিষয়ে জানতে চাওয়ার জন্য বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।