Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে অপহরণ চেষ্টায় আটক

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া (গোপালগঞ্জে) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুল ছাত্রীকে অপহরণ চেষ্টায় তাওহীদ শেখ (২৩) কে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বালিয়াভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার পশ্চিমপাড়ার মোতালেব শেখের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ করেছে। জানা যায়, আলীঠা পাড়া গ্রামের শাহালম শেখের মেয়ে ও কোটালীপাড়া পাবলিক ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কালের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া (১৩) কে অপহরণের চেষ্টা করে তাওহীদ। এ সময় তাকে স্থানীয়রা হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে বলে পুলিশ জানায়। তবে স্থানীয়রা জানায়, সুমাইয়ার প্রাইভেট শিক্ষক ছিলেন তাওহিদ, এ সুবাদেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গাছের চাপায় নিহত
কোটালীপাড়ায় গাছের চাপায় পড়ে আলামিন হাওলাদার (৩৫) নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কুরপালা সড়কের পাশে এ ঘটনা ঘটে। সে কুরপালা গ্রামের আজীজ হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কাটা গাছ কাধে করে বহন করছিল কয়েকজন শ্রমিক। এ সময় গাছ ফেলতে গিয়ে চাপা পড়ে তার মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ