Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহরিয়ারকে বাঁচাতে সাহায্যের আবেদন

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারলে বাঁচবে শিশু মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ’র জীবন। বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন আশ্বাসে আশায় বুক বাঁধলেও চিকিৎসার সমর্থ নেই মুগ্ধের বাবা শওকত আলীর। তিনি জানিয়েছেন, তার শিশু সন্তান মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ ঝিনাইদহ শহরের পিটিআই পরীক্ষণ বিদ্যায়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। দীর্ঘদিন ধরে মুবতাসিব শাহরিয়ার মুগ্ধ দুরারোগ্য ‘প্রাইমারি ইমুনোডিফিয়েন্সি/এক্স লিংকড আগামাগ্লোবুলাইনামিয়া’ রোগে আক্রান্ত। এই রোগের ফলে ফুলের মতো নিষ্পাপ চেহারার মুবতাসিব শাহরিয়ার মুগ্ধের হাত-পয়ের জয়েন্টসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যাঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। ভারতের খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা: বিক্রম ম্যাথিউস তাদের জানিয়েছেন, প্রতি চার সপ্তায় একটি ৫ গ্রাম আইভিআইজি ইনজেকশন ও সাথে ৩টি ট্যাবলেট নিয়মিত সেবন করলে মুবতাসিব শাহরিয়ার মুগ্ধর জীবন বাঁচতে পারে।
তিনি ঝিনাইদহ পিটিআইয়ের সহকারী লাইব্রেরিয়ান পদে কর্মরত। পাবনা জেলার নাজিরগঞ্জের মোহনপুর গ্রামে তাদের বাড়ি। চাকরি সূত্রে তারা ঝিনাইদহে বসবাস করছেন। শওকত আলী জানান, প্রতিটি ইনজেকশন কিনতে লাগছে প্রায় সাড়ে ৩৫ হাজার টাকা। এভাবে এক বছর চিকিৎসা করাতে মুগ্ধের জন্য প্রয়োজন চার লাখ ২৬ হাজার টাকা। সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের সহায়তা তিনি এ পর্যন্ত ছেলের চিকিৎসা চালিয়ে আসছেন। তাছাড়া বেতনের টাকা ও সহায় সম্পদ বিক্রি করে তিনি আজ নিঃস্ব ও রিক্ত। দরিদ্র পরিবারের পক্ষে ছেলের চিকিৎসা ব্যয় জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
শওকত আলী
সঞ্চয়ী হিসাব নং-০০২১৩৭১৮১
সোনালী ব্যাংক, ঝিনাইদহ শাখা।
মোবাইল : ০১৭২১-৪৭৫৭৭৫ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ