Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাকের ধাক্কায় ২ মহিলা নিহত আহত ৯

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৯ জন। নিহতরা হচ্ছে খাদিজা (৩০) ও ছুটু বিবি (৫৫)। নিহত দুই মহিলার বাড়ি রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার চিনাপ্রতাপ গ্রামে। মাগুরা সদর থানার এসআই মুবিনুল হক জানান, শনিবার ভোর ৫টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় বেনাপোলগামী মাক্রোবাসকে পিছন একটি ট্রাক ধাক্কা দিলে মাক্রোবাসটি (ঢাকা-চ ১৯-২১৮৪) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়। গুরুতর ৯ জনকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে পরে সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। নিহত ও আহতরা গোয়ালন্দ উপজেলার চিনাপ্রতাপ গ্রমের বাসিন্দা তারা  একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ভারতে যাচ্ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ