Inqilab Logo

মঙ্গলবার, ০৪ জুন ২০২৪, ২১ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় নির্বাচনে ভরাডুবির আশংকায় বিএনপি সিইসিকে বিতর্কিত করছে -ওবায়দুল কাদের

পটিয়া উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ৪:৪০ পিএম

পটিয়া উপজেলা সংবাদদাতা : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভরাডুবির আশংকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে বিতর্কিত করছে। প্রেসিডেন্টের সাথে সংলাপ করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া খুশি হলেও সিইসি গঠনে বিএনপি খুশি হয়নি। অথচ সিইসিতে ৫ জন সদস্যের মধ্যে বিএনপির ১ জন সদস্য রয়েছে। জাতীয় সম্মেলনে বিএনপি ৫৯৬ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এদের নিয়ে যেখানে জাম্বু জেটের মত মিছিল মিটিংয়ে নেমে পড়ার কথা সেখানে তারা ঘরে বসে রাজনীতি ও নালিশ করে। তাই বিএনপির অপর নাম বাংলাদেশ নালিশ পার্টি। জাতীয় নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হলে নারায়নগঞ্জ সিটি মেয়র নির্বাচনের মত বিএনপির ভরাডুবি ঘটবে। তাই তারা সিইসিকে বিতর্কিত করছে।
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল (শনিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়ক নির্মাণ কাজ উদ্বোধন শেষে ইন্দ্রপোলস্থ হল টু’ডে প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
পটিয়া পৌরসভা আ’লীগের সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, পটিয়ার সংসদ সদস্য আলহাজ¦ সামশুল হক চৌধুরী, মহিলা সাংসদ ওয়াসিকা আয়শা খানম এমপি, বাংলাদেশ আ’লীগের সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়–য়া, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য জেলা আ’লীগ নেতা দেবব্রত দাশ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর আলম, খোরশেদ আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসান রোটন, মো: জহির, এটিএম পেয়ারুল ইসলাম, সফর আলী, নাছির আহমদ চেয়ারম্যান, বিজন চক্রবর্ত্তী, উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমএ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিল আহমদ প্রমুখ।



 

Show all comments
  • Kabir Ahmed ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:৪৪ এএম says : 0
    একবার নেমে,নির্বাচন দিন। বি এন পির ধারে কাছে ও যেতে পারবেন না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ