বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : আগামী ১২ ও ১৩ ফেবরুয়ারি রবি ও সোমবার সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হবে ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন। বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, নরসিংদী জেলা শাখা আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরুল মুজাহিদীন, চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রথম দিন প্রধান অতিথি থাকবেন নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মো: ফয়জুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদীর পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। প্রথম দিন সভাপতিত্ব করবেন সাটিরপাড়া কে কে ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মুহাম্মদ নূর হোসেন ভূঁইয়া এবং দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন। প্রথম দিন ওয়াজ করবেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের যুগ্ম-মহাসচিব আলাহমা মজিবুর রহমান, ঢাকার জামিয়া ইসলামিয়া ফারুমিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ড. ইরফান বিন তোরাব আলী, বগুড়ার জামিল মাদরাসার প্রধান মুফতি শফি কাসেমী, কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষণ সচিব মাওলানা আব্দুর রাজ্জাক জিহাদী। দ্বিতীয় দিন ওয়াজ করবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব আল্লমা আব্দুল কুদ্দুস, মহাসচিব আলাহমা নুরুল হুদা ফয়েজী, নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলী আহম্মদ হোসাইনী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রশিক্ষক মাওলানা জয়নুল আবেদীন। এছাড়াও স্থানীয় আলেম ওলামাগণ বক্তৃতা করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।