রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খুলনা ব্যুরো : চাঁদের মতো ফুটফুটে শিশু আনিশা। মাত্র দুই বছর বয়সেই থ্যাললাসেমিয়া রোগে আক্রান্ত। খুলনা ও ঢাকায় একাধিক ডাক্তারের চিকিৎসা নেয়ার পর বর্তমানে রাজধানীতে বাংলাদেশ থ্যাললাসেমিয়া ফাউন্ডেশনে ডা. সাজিয়া ইসলামের অধীনে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন, আনিশা জটিল থ্যাললাসেমিয়া রোগে আক্রান্ত, এ রোগের স্থায়ী চিকিৎসা অস্থিমজ্জা পরিবর্তন করা। এতে প্রায় ১৫ লাখ টাকার প্রয়োজন। খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের বাসিন্দা দরিদ্র আওছাফুর রহমানের মেয়ে আনিশা। আনিশার বাবা খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের অফিস সহকারী। সামান্য বেতনে চাকরি করেন। মেয়ের চিকিৎসায় গত দুই বছরে সমস্ত সহায়-সম্বল বিক্রি করে এখন নিঃস্ব প্রায়। দরিদ্র বাবার পক্ষে মেয়ের চিকিৎসা ব্যয় জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
আওছাফুর রহমান
হিসাব নং-০২০০০০২১৭০৫৮৮
অগ্রণী ব্যাংক লিঃ
সামছুর রহমান রোড শাখা, খুলনা।
মোবাইল : ০১৭১২-৯৮৯১২৬ (বিকাশ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।