রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নিরীহ এলাকাবাসীর জমি না কিনে জবরদখল করে বালু ভরাট, প্রতিবাদীদের বিরুদ্ধে মামলা-হামলাসহ বিভিন্ন অভিযোগে ভূমিদস্যুদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে এলাকাবাসী। এলাকাবাসীর পাশাপাশি ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আওয়ামীলীগ নেতাকর্মীরাও মামলা-হামলা থেকে বাদ পড়েনি। এসব নিয়ে বেশ কয়েক দিন ধরেই উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিদস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ করে যাচ্ছে এলাকাবাসী। এছাড়া প্রতিবাদী যুবলীগ নেতা ই¯্রাফিলের বাড়িঘরে অগ্নিসংযোগ হামলা ভাংচুর, ফাঁকা গুলি, লুটপাট ও আহতের ঘটনায় জড়িত ভূমিদস্যুদের গ্রেফতারের দাবিতে তিনটি স্পটে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালন করেছেন আওয়ামীলীগ নেতাকর্মীসহ উপজেলা জমি রক্ষা কমিটি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের গোলাকান্দাইল এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে নেতৃত্ব দেন, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুইয়া, ছাত্রলীগ নেতা ফয়সাল। চনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকায় নেতৃত্ব দেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি, আমির হোসেন, সিরাজ, মনা, চাঁন মিয়া, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও বড়ালু পাড়াগাঁও এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মামুন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ভুমিদস্যু ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় হরিনা এলাকার যুবলীগ নেতা ই¯্রাফিল মিয়াসহ স্থানীয় শত শত নারী-পুরুষ অংশ গ্রহণ করে। বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে অন্যায়ের প্রতিবাদ করায় নাওড়া এলাকার ভূমিদস্যু ইউনুছ, দুলাল, আলাউদ্দিন, বিল্লাল, হরিনা এলাকার মান্নান ও মানিক মিয়ার নেতৃত্বে তাদের বাহিনীর প্রায় ২ শতাধিক সদস্য রাম দা, চাপাতি, ছোড়াসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ই¯্রাফিল মিয়ার বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর ও লুটপাট চালায় এবং ই¯্রাফিল মিয়ার স্ত্রী ছোবা বেগম ও মা আম্বিয়া বেগম গুরুতর আহত করা হয়। এলাকায় ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্কের সৃষ্টি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।