রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা-মাড়েয়া আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা পড়ে আছে। প্রতিদিন উপজেলায় আসতে এই সড়কে শত শত যানবাহন চলাচল করলেও রাস্তাটি মেরামতে কর্তৃপক্ষকে দেখা গেছে নির্বিকার। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির বেশিরভাগ এলাকার কার্পেটিং এবং কংক্রিট উঠে গিয়ে বিক্ষিপ্তভাবে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনসহ মানুষজন তার স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না। আবার এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে উপর্যুপরি ঝাঁকুনিতে জনগণও অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয় এলাকাবাসীসহ ভুক্তভোগীরা জানান, এই রাস্তাটি বোদা উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের বাসিন্দারা এই রাস্তা দিয়ে চলাচল করে। করতোয়া নদীর আউলিয়ার ঘাট এই রাস্তা দিয়ে পার হতে হয়। আউলিয়ার ঘাটে কিছু বালু ব্যবসায়ী ১০ চাকার ট্রাক দিয়ে বালু আপলোড করে বলে রাস্তাটি তারাতারি নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাটি সংস্কারের ১ বছরের মাথায় রাস্তাটি ভেঙে যায় এবং কার্পেটিং খড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয়। স্থানীয় প্রকৌশলী বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা স্বীকার করে বলেন যে, ১২ ও ১৪ ফিটের ছোট রাস্তায় যদি ১০ চাকার মতো ভাড়ি যানবাহন চলাচল করে তাহলে এই রাস্তা ঠিক থাকবে না। অনেক পথচারী এ প্রতিবেদককে জানান, ২/১টি বালু ব্যবসায়ীর জন্য এ অঞ্চলের হাজার হাজার মানুষের চলাচলের জন্য চরম দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় সচেতন ও অভিজ্ঞ মহলের ধারণা স্থানীয় প্রকৌশল বিভাগ এলজিইডির অদক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে অব্যস্থাপনা ও অপরিকল্পনার কারণে এই রাস্তাটি সংস্কারের অল্প কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক ম-লকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, রাস্তাটি সংস্কারের জন্য স্টেটমেন্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে স্টেটমেন্টটি পাস হলে টেন্ডারের মাধ্যমে এই রাস্তার কাজ করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।