Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় সড়ক বিভাগের জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার জেলা সংবাদদাতা : কক্সবাজার জেলার চশরিয়া পৌর শহর চিরিঙ্গায় সড়ক বিভাগের জায়গায় বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ কাজ শুরু করেছেন এক দুবাই প্রবাসী। সড়ক বিভাগের লোকজনকে ভীতি দেখাতে কৌশলে ওই ব্যক্তি বাণিজ্যিক ভবনটির নির্মাণ কাজ উদ্বোধন করেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে। বর্তমানে ভবনের নির্মাণ কাজ অব্যাহত থাকলেও সড়ক বিভাগের কেউ বাধা দিতে সাহস পাচ্ছে না। চকরিয়া সড়ক বিভাগের লোকজন জানান, কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহনকৃত জায়গা দখলে নিয়ে দেড় বছর আগে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনার বাসিন্দা দুবাই প্রবাসী মাইন উদ্দিন বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন। সেই সময় প্রথমে বাঁধা দিই, পরে অমান্য করে কাজ চালিয়ে যেতে থাকলে অভিযান চালিয়ে নির্মাণাধাীন সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, অভিযানের পর প্রায় দেড় বছর নির্মাণ কাজ বন্ধ থাকলেও গতবছরের ২৯ নভেম্বর ওই প্রবাসী পুনরায় মার্কেট নির্মাণ কাজ শুরু করে। কাজে যাতে বাধা না দেওয়া হয় সেই জন্য উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলমসহ প্রভাবশালী নেতাদের অতিথি করে। কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া বলেন, সড়ক বিভাগের জায়গা দখল করে জোরপূর্বক সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করার চেষ্টার ঘটনায় গতবছর মাইন উদ্দিনকে নোটিশ দিই কাজ বন্ধ রাখতে। কিন্তু তিনি আদেশ অমান্য করায় গত বছরের ২১ এপ্রিল অভিযান চালিয়ে উচ্ছেদ করে দেওয়া করা হয়েছে। এদিকে সড়ক বিভাগে বহুতল ভবন নির্মাণ শুরু হলে পত্রিকায় সংবাদ প্রকাশ না হওয়ার জন্য চকরিয়ার সাংবাদিকদের নামে একটি চাদাবাজ চক্র মোটা অংকের টাকা নেওয়ার কথাও ছড়িয়ে পড়েছে মাঠে। তিনি আরও বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর আবারও সড়ক বিভাগের জায়গায় বহুতল ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় গত ৭ ডিসেম্বর ঘটনাস্থলে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ও চকরিয়াস্থ সহকারী প্রকৌশলী এবং কর্মকর্তা-কর্মচারীদের পাঠিয়ে অবৈধ ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। বহুতল ভবন নির্মাণ করা হলেও অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হবে। অভিযানের জন্য আইনগতভাবে প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান। ভবন মালিক জানায়, সকল প্রশাসন ও সাংবাদিকদের ম্যানেজ করে ভবন নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সরকারের জায়গায় বহুতল ভবন নির্মাণ করার কাজে কোন বাধা না আসায় সচেতন মহলের মাঝে ক্ষোভ বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ