Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষকের জমি দখল চেষ্টার অভিযোগ

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : শ্রীপুরে অসহায় কৃষক পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ প্রভাবশালীদের হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক পরিবার। উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজারে কৃষক পরিবারের জমি ও মার্কেট দখলের চেষ্টার ঘটনা ঘটেছে। জানা গেছে, পৈতৃক সূত্রে মালিক হয়ে প্রায় ৭০ বছর যাবৎ কৃষক পরিবার বসতবাড়ী ও দোকানপাট নির্মাণ করে ভোগদখল করছেন। লোভের বশবর্তী হয়ে একই এলাকার মৃত মফিজ উদ্দিন শিকদারের পুত্র আলাউদ্দিন শিকদার ও আবু সুফিয়ান শিকদার কৃষক পরিবারের বসতবাড়ী ভেঙে মূল্যবান জমিটুকু জবর দখল করার চেষ্টা শুরু করে। প্রতিপক্ষ প্রভাবশালীদের প্রতিরোধ করতে না পেরে কৃষক কফিল উদ্দিন শিকদারের পুত্র মোকলেছুর রহমান শিকদার বাদী হয়ে গাজীপুর আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করেন। আদালত উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪৪ ধারা নোটিশ জারী করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় আদালতের আদেশের তোয়াক্কা না করে জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রাখে। এ ব্যাপারে রায়েদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই একাধিকবার গ্রাম্য শালিস করলেও কোন সুরাহা হয়নি। মোখলেছুর রহমানের বড় ভাই ছিদ্দিকুর রহমান শিকদার তাদের জমি রক্ষার জন্য স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুরের পুলিশ সুপারের কাছেও পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় সংসদ সদস্য বিতর্কিত জমির মীমাংসার জন্য রায়েদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দিলে গত সোমবার দুপুরে আমরাইদ বাজারে স্থানীয়ভাবে গ্রাম্য সালিশ বসে। প্রতিপক্ষের লোকজন সালিশিয়ানদের সিদ্ধান্ত না মানায় সালিশ অমীমাংসিত থাকে। প্রতিপক্ষ আলাউদ্দিন শিকদার জানান, জমি দখলের ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা, আমাদের জমিই সিদ্দিক শিকদাররা দখল করে আছে। এ ব্যাপারে রায়েদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, উভয় পক্ষের কাগজপত্র যাচাইবাছাই করার জন্য জুরিবোর্ড গঠন করা হয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ