Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগসহ ৮ দলের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বানারীপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা : আসন্ন উপজেলা পরিষদের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে বানারীপাড়ায় আ.লীগ, বিএনপি, জাপা ও জাসদসহ চার চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ গোলাম ফারুক উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা শরীফা বেগমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মইদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মাওলাদ হোসেন সানা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আঃ জলিল ঘরামী, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। একই দিন বিকেল ৩টায় বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহে আলম মিঞা উপজেলা সহকারী রিটার্নিং শরীফা বেগমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপিসাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এস এম জাহিদুল হক জাহাঙ্গীর, দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক আহসান কবির নান্না হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক আঃ ছালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মাস্টার সাইদুল ইসলাম প্রমুখ। বিকাল ৪টায় জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাপার আহ্বায়ক মিজানুর রহমান চোকদার বরিশাল জেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা আরিফুল হকের কাছে এবং জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত চেয়ারম্যান প্রার্থী  উপজেলা জাসদের সাধারণ সম্পাদক টিপু সুলতান মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বরিশাল জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম মিরন, উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ