Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুপচাঁচিয়ার কমিউনিটি ক্লিনিকে মিলছে না চিকিৎসাসেবা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে : দুপচাঁচিয়া উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্মরত কতিপয় কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইটারদের (সিএইচসিপি) দায়িত্ব অবহেলার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। দুপচাঁচিয়া উপজেলার তৃণমূল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সাধীন ৬টি ইউনিয়নের মোট ২৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এইসব ক্লিনিকের ২৩ জন সিএইচসিপি কর্মরত থাকলেও একটি মাত্র তালোড়ার নলঘড়িয়া ক্লিনিকের সিএইচসিপি পদটি শূন্য রয়েছে। এ দিকে বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপির বিরুদ্ধে নিজেদের স্বাধীনমত ক্লিনিকে যাওয়া আসার কারণে সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিএইচসিপিদের দায়িত্ব পালনের নিয়ম থাকলেও কয়েকটি ক্লিনিক ঘুরে এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ক্লিনিকগুলোর কর্মরত সিএইচসিপিরা সকাল ৯টার পরিবর্তে সকাল ১০টায় ক্লিনিকে আসে। আবার বিকেল ৩টার পরিবর্তে দুপুর ১২টায় ক্লিনিক তালাবদ্ধ করে বাড়ি ফিরে যায়। সরকারি নিয়ম উপেক্ষা করে তাদের ইচ্ছেমত ক্লিনিকে আসা-যাওয়ার ফলে এলাকার তৃণমূল পর্যায়ের রোগীরা চিকিৎসাসেবা ও ওষুধপত্র থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে গত ০২ ফেব্রুয়ারি ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলোর পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শক শহিদুল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি “দৈনিক ইনকিলাব”-কে জানান, উপজেলার ৬টি ইউনিয়নে ৬ জন স্বাস্থ্য পরিদর্শকের পদ থাকলেও ৫টি পদ শূন্য, তিনিই একমাত্র কর্মরত। তার একার পক্ষে প্রতিদিন ৬টি ইউনিয়ন ঘুরে ২৪টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করা সম্ভব হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল ওয়াদুদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, ২ থেকে ১টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপির বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ পেয়েছেন। তিনি তাদের নিজেই তদারকি করছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ দিকে কমিউনিটি ক্লিনিকের কর্মরত এইসব দায়িত্বে অবহেলা সিএইচসিপিদের সাথে অন্যান্য কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব পালনরত সিএইচসিপিদের মতবিরোধ সৃষ্টি হয়েছে। একটি পক্ষ অভিযোগ করছে সরকারি দলের প্রভাব খাটিয়ে কতিপয় সিএইচসিপি ইচ্ছেমত ক্লিনিকে যাওয়া-আসা করায় সকল সিএইচসিপিদের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। অভিযোগ দিলেও স্থানীয় প্রশাসন এই সব দায়িত্বে অবহেলাকারী সিএইচসিপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অজ্ঞাত কারণে নীরব থাকছে। এতে করে কমিউনিটি ক্লিনিকগুলোর সিএইচসিপিরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যে কোন সময় এই ২ গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কাও বিরাজ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ