Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে রানু এগ্রো জুট মিলে আগুন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরের কামারপুকুরে অবস্থিত রানু এগ্রো জুট মিলে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর ৫টায় পাটজাত দ্রব্য প্রক্রিয়াকরণ কারখানা রানু এগ্রো ইন্ডাষ্ট্রিজে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। পরে ৩টি ফায়ার সার্ভিস ইউনিট চেষ্টা করে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের ব্যাপারে তথ্য নিতে গেলে কর্তৃপক্ষ সংবাদকর্মীদের কারখানার ভেতরে প্রবেশে বাধা দেয়। সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিরাজুল ইসলাম জানান, সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৫টায় কারখানার কাঁচামাল প্রসেসিং প্লটের প্রধান ফ্লোরে থাকা পাটে আগুন লাগে এবং মুহূর্তেই তা পার্শ্ববর্তী ফ্লোরগুলোতে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, পাট থেকে সুতলী (দড়ি) তৈরীর জন্য ব্যবহৃত হট ইকুইপমেন্টের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে কাঁচামাল প্রসেসিং প্লটের দুইটি ফ্লোর আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরো বলেন, সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ তারাগঞ্জের একটি ও উত্তরা ইপিজেডের আরো একটি ইউনিট মিলে ৩ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভানো সক্ষম হয়। প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ