রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জায়গা সংকটে লোড-আনলোডে ধীরগতি
ক্ষতির মুখে আমদানিকারক ব্যবসায়ীরা
হিলি সংবাদদাতা : ভারত থেকে বিপুল পরিমাণ পাথর আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। স্থানীয় কাস্টমসের হিসেব মতে প্রতিদিন গড়ে ৭০ থেকে ৮০ ট্রাক পাথর আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। বন্দরটির পানামা পোর্টের অব্যবস্থাপনা ও জায়গা সংকটের কারণে সমস্যা দেখা দিয়েছে লোড-আনলোডের। দ্রুত সরবরাহ করতে না পারায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন বলছেন পাথর আমদানিরকারক ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে অন্যান্য পণ্য আমদানির পাশাপাশি ভারত থেকে আমদানি করা হচ্ছে বিপুল পরিমাণ পাথর। আর এসব পাথর পদ্মাসেতু নির্মাণ ও পানি শাসনসহ অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে। পাকুর নামের এসব বোল্ডার ও চিপ্স পাথর আমদানি করা হচ্ছে ভারতের ঝাড়খ- রাজ্য থেকে। হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, গত জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৭ মাসে ৫ লাখ ৫৪ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। আর এ থেকে রাজস্ব আদায় হয়েছে ৪৫ কোটি ৫ লাখ টাকা। তবে বন্দর দিয়ে পাথর আমদানি অব্যাহত থাকলে অর্থবছর শেষে রাজস্ব আদায়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে এমন আশা কাস্টমস কর্তৃপক্ষের। আমদানিকারক আবির হোসাইন বলেন, পানামা পোর্টের যানজট নিরসন করা গেলে পাথরসহ অন্যান্য পণ্যের আমদানি বেড়ে যেতো, সরকার পেতো প্রচুর টাকার রাজস্ব। আমদানিকারক ফেরদৌস রহমান জানান, হিলি স্থলবন্দরের পানামা পোর্টের জায়গা সংকটের কারণে লোড-আনলোড সমস্যা হচ্ছে। দ্রুত সরবরাহ না হওয়ায় আর্থিক ক্ষতিতে পড়ছেন আমদানিকারকেরা। হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা, আব্দুল মোত্তালেব বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গত ৭ মাসে ৫ লাখ ৫৪ হাজার মেট্রিক টন পাথর আমদানি হয়েছে- সরকার পেয়েছে ৪৫ কোটি ৫ লাখ টাকার রাজস্ব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।