Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাল দলিলে বোনের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগে মামলা

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সীতাকু- (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকু-ে পৈতৃক সম্পত্তির দলিল জাল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে এক ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন তারই বৃদ্ধ বোন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মৃত ফোরখ আহম্মদ এর পুত্র জয়নাল আবেদীন তার আপন বড় বোনের পৈতৃক সূত্রে পাওয়া প্রায় ২৭ শতক সম্পত্তি জাল দলিল করে আত্মসাৎ করার চেষ্টা চালায়। কিন্তু এ ঘটনা ফাঁস হয়ে গেলে বোন জাহেদা (৭০) বিষয়টি জানতে পেরে উক্ত জাল দলিলের বিরুদ্ধে চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন। বৃদ্ধা অসহায় জাহেদা অভিযোগে বলেন, বিগত ১৯৮২ সালে সীতাকু- সাব রেজিস্ট্রি অফিস পুড়ে যায়। সে সুযোগকে কাজে লাগিয়ে তার ভাই জয়নাল আবেদীন পোড়া সালের একটি জাল দলিল সৃজন করে পৈতৃক সূত্রে পাওয়া তার সম্পত্তি দখলের চেষ্টা করায় তিনি তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তার আশা এ মামলার মধ্য দিয়ে তার সম্পত্তি তিনি ফিরে পাবেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ