Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোরস্থানের ভূমি বন্দোবস্ত বাতিলের দাবি

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের পাঁচলীপাড়া গ্রামের শত বছরের পুরনো দুটি সামাজিক গোরস্থানের ভূমি বন্দোবস্ত বাতিলের জন্য ৫ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কিাছে গণস্বাক্ষরসহ একটি আবেদন করেন এলাকাবাসী। কবরস্থানের ভূমি বন্দোবস্ত পাওয়া হাজেরা বানু দখল পাওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করলে এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিন জানা যায়, উপজেলার পাঁচলীপাড়া মৌজার ১০২৯৫ নং দাগে ১৪ শতাংশ, ১০২৯২ নং দাগে ১৩ শতাংশ এবং ১০৪০২ নং দাগে ২০ শতাংশ মোট ৪৭ শতাংশ ভূমি ১নং খাস খতিয়ানভুক্ত ভূমি যা শত বছর যাবৎ সামাজিক গোরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। উক্ত ভূমিটি হাজেরা বানু তথ্য গোপন করে কৃষি খাস জমি হিসাবে আবেদনের প্রেক্ষিতে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি ২০০১ সালে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত প্রদান করেন। গত ৩০ জানুয়ারি হাজেরা বানু ভূমির দখল বুঝিয়ে দেয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)-এর বরাবরে আবেদন করলে এলাকাবাসী ঘটনাটি জানতে পারেন এবং তা বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেন। উক্ত ভূমি রেকর্ডীয় শ্রেণী এসএ রেকর্ডে কান্দা হলেও আরএস রেকর্ডে কবরস্থান। কবরস্থানটি শত বছরের পুরোনো। আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের দাফনকার্য সম্পন্ন হয়েছে এবং এখনও কার্যক্রম চলমান আছে। কবরস্থানের রক্ষণাবেক্ষণের জন্য সরকারি অনুদানে ইতোমধ্যে তিন পাশে বাউন্ডারী ওয়াল নির্মাণ করা হয়েছে। স্থানীয় ইব্রাহিম বলেন, এই কবরস্থানে আমাদের পূর্বপুরুষদের সমাহিত করা হয়েছে। এর পবিত্রতা নষ্ট করে একজন ব্যক্তির যথেচ্ছা ব্যবহার করবে তা হতে পারে না। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল জাকি বলেন, যদি সামাজিক গোরস্থান হয় তবে এটি বন্দোবস্তপ্রাপ্ত হলেও দখল দেয়া যাবে না। গোরস্থানের বাইরে কোন খাস জমি থাকলে তবে সেটুকুই বুঝিয়ে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ