বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনা ও সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন তালগাছি নামক স্থানে শুক্রবার ভোর ৬টার দিকে পাবনা থেকে ছেড়ে যাওয়া সি লাইন কোচ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাবনার একজন নাট্যশিল্পী নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
সূত্র মতে, ওই কোচে পাবনার ৬জন নাট্যশিল্পী ও কণ্ঠশিল্পী ভোট দিতে ভোরের কোচে ঢাকায় যাচ্ছিলেন। শুক্রবার ভোরে পাবনা থেকে ছেড়ে যাওয়া সি লাইন নামে একটি ঢাকাগামী কোচ তালগাছি নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে কোচের চালক লক্ষ্য করতে না পারায় কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে পাবনা শহরের মক্তবপাড়া এলাকার নাট্যকর্মী মোজাম্মেল হোসেন (৪০) নিহত হন। পাবনার অপর নাট্যকর্মী ও কণ্ঠশিল্পী আশরাফ হোসেন রবিসহ ১০ জন আহত হয়েছেন। তারা ঢাকায় শিল্পী সংঘের ভোট দিতে যাচ্ছিলেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাংবাদিকদের জানান, তালগাছি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ঢাকাগামী সি লাইন কোচের ঘন কুয়াশার কারণে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে মোজাম্মেল হোসেন ও আব্দুল মালেক সরকারের (পাবনার অনুশীলন’৮০ নাট্যশিল্পী) অবস্থা আশংকাজনক হওয়া তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মোজাম্মেল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
অপর আহতদের শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।